মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের সভাপতি কেন ডিগ্রি পাস নন: হাইকোর্ট

অপরাজেয়বাংরা ডেক্স: সারাদেশের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি প্রতিষ্ঠান চালাতে স্থানীয় শিক্ষানুরাগীর সংজ্ঞাও জানতে চেয়েছেন আদালত।
বৃহস্পতিবার এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং উচ্চ ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলেছেন।
আদালত রিটের পক্ষে শুনানি করেন একেএম ফয়েজ, জহির উদ্দিন লিমন। ২০২০ সালের ৪ নভেম্বর এ রিট দাখিল করা হয়।
প্রসঙ্গত, স্নাতক (পাস) ও অনার্স-মাস্টার্স কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করা আছে। অপরদিকে, হাইকোর্টের রায়ে গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া (ডিগ্রি পাসের নিচে নয়) ফাজিল (স্নাতক) মাদরাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবে না।সূত্র, ঢাকা টাইমস