শাল্লা উপজেলায় হিন্দু পল্লিতে হামলার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের যশোরে মানব বন্ধন

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোওয়াগাঁ হিন্দু পল্লিতে হামলা, ভাংচুর, লুটপাট,নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোরে মানব বন্ধন করে। আজ সকাল ১১ টায় যশোর শহর চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা,সদর শাথা ও পৌর শাখার সদস্য বৃন্দ ও সুধি জন অংশ গ্রহণ করে থাকেন উক্ত মানববন্ধনে।
এ সমায়ে ঘটনার সাথে জড়িত সকলকে আটোক ও বিচারের দাবী করা হয় মানববন্ধন থেকে।
একই সাথে উস্কানি দাতা হেফাজতি নেতা মামুনুলকে আটক বিচার ও সকল ধরনের মৌলবাদী অপতৎপরতা বন্ধের দাবী
জানান হয়।