Type to search

করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ১২ হাজরের বেশি

আন্তর্জাতিক

করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ১২ হাজরের বেশি

অপরাজেয় বাংলা ডেক্স
করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে একদিনে প্রাণ হারিয়েছে ১২ হাজার চারশর বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই প্রাণ হারিয়েছে তিন হাজার ২শ’। 

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩ লাখ ৭৮ হাজারের বেশি। মোট করোনা শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ২৪ লাখ।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শুক্রবার গুরুতর পরিস্থিতির ঘোষণা দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। এসময় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ার আশঙ্কা করছে যুক্তরাজ্য।

এদিকে, সাধারণ মানুষের জন্য টিকা হাতের নাগালে আসলেই বিনামূল্যে তা দেয়া হবে বলে জানিয়েছে চীন। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা পাওয়া যাওয়ার পর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে অস্ট্রেলিয়া।

বিশ্বে এই মহামারি ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ২২ হাজার। শনাক্ত ছাড়িয়েছে আট কোটি ৯৩ লাখ।

সূত্র, DBC বাংলা