Type to search

উইন্ডিজের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা, দলে নেই মাশরাফী

খেলাধুলা

উইন্ডিজের বিপক্ষে টাইগারদের দল ঘোষণা, দলে নেই মাশরাফী

অপরাজেয় বাংলা ডেক্স

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছ বিসিবি।

সোমবার (৪ জানুয়ারি) এ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ২০ সদস্যের এবং ওয়ানডেতে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। তবে, দলে জায়গা হয়নি মাশরাফী বিন মোর্ত্তজার।

২০২৩ বিশ্বকাপের কথা চিন্তা করেই ঘরের মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজে তরুণদের সুযোগ দেয়ার পক্ষে নির্বাচকরা। যে কারণে দলে রাখা হয়নি মাশরাফীকে।

২৪ সদস্যের ওয়ানডে দলে ক্যাপ্টেন তামিমের সঙ্গে আছেন সাকিব, মুশফিক, রিয়াদ, নাজমুল শান্ত, মোহাম্মদ মিথুন, লিটন দাস, আফিফ, সৌম্য, ইয়াসির আলি, নাইম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন, শরীফুল, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজ, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ ইমন, মাহাদী হাসান ও রুবেল হোসন।

২০ সদস্যের টেস্ট দলে ক্যাপ্টেন মুমিনুল হকের সঙ্গে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, সাইফ হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নূরুল হাসান, নাঈম হাসান, এবাদত হোসেন।

২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। দ্বিতীয় ও তৃতীয়  ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৫ জানুয়ারি। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দু’টি খেলবে টাইগাররা। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট আর ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সূত্র, DBC বাংলা