মিরপুর-১১ নম্বর সেকশনের অ্যাভিনিউ-৪ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বাধার মুখে পড়েন ডিএনসিসির কর্মীরাছবি:
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর কথা ছিল সকাল ১০টায়। শুরু হয়েছে তিন ঘণ্টা পর বেলা একটায়। মাঝের তিন ঘণ্টা কখনো বসে, কখনো রাস্তায় দাঁড়িয়ে করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন আটকে পরা পাকিস্তানিদের (বিহারি) নেতা ও প্রতিনিধিরা।
আজ বুধবার রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের অ্যাভিনিউ-৪ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের এভাবে বিহারিদের সঙ্গে সমঝোতা করতে হয়েছে। উত্তর সিটির কর্মকর্তারা বলছেন, সহিংসতা এড়াতে তাঁরা সমঝোতার পথ বেছে নিয়েছেন। কারণ, বিহারিরা অভিযানে বাধা দিচ্ছিলেন।