Type to search

হরিদাসকাটিতে সেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবস পালন

মনিরামপুর

হরিদাসকাটিতে সেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবস পালন

শামছুজ্জামান মন্টু, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজার মুকুল চত্তরে সেচ্ছাসেবক লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদাত বার্ষিক অনুষ্ঠান কুলটিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, প্রভাষক রাজু বিশ্বাসের পরিচালনায় সভাপতিত্ব করেন, হরিদাসকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি নিত্য বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে শোক সভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যশোর-৫ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য এ্যাড: খান টিপু সুলতানের উত্তারাধিকারী কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী সদস্য, যশোর জেলা আ’লীগের হুমায়ুন সুলতান, প্রধান অতিথি থেকে বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা দেশের আনাছে কানাছে স্বাধীনতা বিরোধীতে সক্রিয় হয়ে উঠেছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যারা শেখ হাসিনাকে বার বার হত্যার পরিকল্পনা করেছে তাদের সাথে কোন আপোষ নেই। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনিরামপুর উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি বি,এম নজরুল ইসলাম, সাবেক শ্রমিকলীগ সভাপতি বিল্লাল হোসেন মিন্টু, সাবেক মহিলা আ’লীগের সভানেত্রী আমেনা বেগম, সাবেক কৃষকলীগ সভাপতি সুকৃতি বিশ্বাস, থানা সেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আলিম রেজা, পৌর কাউন্সিলর বাবুল আক্তার, থানা সেচ্ছাসেবক লীগ সদস্য সঞ্জয় রাহা, উপজেলা সেচ্ছাসেবক লীগ সদস্য প্রদীপ হালদার, থানা সেচ্ছাসেবক লীগ সদস্য আসমত আলী, সেচ্ছাসেবক লীগ সদস্য ডলার, কাশিমনগর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি দ্বীন ইসলাম মনা, সাধারণ সম্পাদক শামীম হোসেন, হরিদাসকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সাধারণ সস্পাদক আফজাল হোসেন, নেহালপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমূখ। শোকসভা ও দোয়া অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।