Type to search

শ্রমিকদের ঠকানো যাবে না নৌপরিবহন প্রতিমন্ত্রী

জেলার সংবাদ

শ্রমিকদের ঠকানো যাবে না নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

খালিদ মাহমুদ চৌধুরী হাসিবুল পাটগ্রাম লালমনিরহাট সংবাদ দাতাঃলালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সহকারী পরিচালক গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বুড়িমারী স্থল বন্দরের সার্বিক বিষয় নিয়ে আলোচনা কালে বলেন শ্রমিকদের ঠকানো যাবে না।এসময় প্রতিমন্ত্রী মহোদয় বুড়িমারী স্থলবন্দরের সমস্যার কথা জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ শ্রমিকদের চলমান সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন এবং সর্দার গ্রুপ এর পক্ষে সরদার হামিদুল ইসলাম বুড়িমারী স্থল বন্দরের ট্রেড ইউনিয়ন গঠন সংক্রান্ত বিষয এবং পূর্বে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, শ্রমিকদের দাবী দাওয়া সংক্রান্ত বিষয়ে ফয়সালা করে দিয়েছেন বলে জানান। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয় প্রতিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে শ্রমিকদের কর্ম বিরতি ও সড়ক অবরোধ প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়ার আহ্বান জানান।এসময় লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রতিমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন লালমনিরহাট জেলার তিনটি কেপিআই এর মধ্যে বুড়িমারী স্থলবন্দর অন্যতম। পুলিশ ইমিগ্রেশন রুম ছোট হওয়ায় যাত্রীরা কাঙ্ক্ষিত সেবা হতে বঞ্চিত হচ্ছে। ইমিগ্রেশন রুমটি বড় হলে যাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে। ইহাছাড়া বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে যাত্রীদের যাওয়া আসা করার ভ্রমণ ফ্রি দেয়ার জন্য ইমিগ্রেশন হতে ব্যাংকে যেতে অনেক সময় লাগে। যাত্রীদের সুবিধার্থে ইমিগ্রেশন কাউন্টারের নিকটে অর্থাৎ বন্দরের ভিতরে একটি ব্যাংকের বুথ রাখার সুপারিশ করেন। এ ছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ,বুড়িমারী স্থল বন্দর ডেপুটি কমিশনার আব্দুল আলীম,মতিউর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ লালমনিরহাট, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল,পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, হাতীবান্ধা বি-সার্কেল ফরহাদ ইমরুল কায়েস,পাটগ্রাম অফিস ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ প্রমুখ। উক্ত আলোচনা সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ খালিদ মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন,শ্রমিকদের ঠকানো যাবে না, শ্রমিকদের উদ্ভূত সমস্যা নিরসন এর জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে যে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটির রিপোর্ট মোতাবেক বুড়িমারী স্থল বন্দরের কার্যক্রম পরিচালিত হবে। ট্রেড ইউনিয়ন গঠনে কোন আইনি ত্রুটি থাকলে তদন্ত কমিটি খতিয়ে দেখবে।প্রতিমন্ত্রী আরও বলেন বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকার কারণে প্রতিবেশী রাষ্ট্রের কাছে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, তাই আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে সমস্যা খুব দ্রুত সমাধান করা প্রয়োজন। আগামীকাল থেকে যথারীতি লেবার হ্যান্ডেলিং ঠিকাদার ড্রপ কমিউনিকেশন লিমিটেড এর প্রতিনিধি শ্রমিকদের সিরিয়াল অফিসে ভারত ও ভুটান থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সিরিয়াল মেইনন্টেন করবে এবং আন্দোলনরত শ্রমিকদের একজন উক্ত সিরিয়াল তদারকি করবে। শ্রমিকদের ১৪১ গ্রুপের সকল শ্রমিক মাঠে কাজ করবে বলে জানা যায়।