Type to search

শুধু এ প্লাস পেলেই হবে না ভালো মানুষ হতে হবে, সিআইপি সেখ নাসির উদ্দিন 

শিক্ষা

শুধু এ প্লাস পেলেই হবে না ভালো মানুষ হতে হবে, সিআইপি সেখ নাসির উদ্দিন 

অভয়নগরে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও  আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ৫ জেলার এসএসসি জিপিএ ৫ প্রাপ্তদের সন্মাননা পুরস্কার প্রদান
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও  আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি জিপিএ ৫ প্রাপ্তদের সন্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। দেশের সুনামধন্য প্রতিষ্ঠান আকিজ একাডেমিক ভিলেজের আয়োজনে ৫ জেলার  যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  এসএসসি, দাখিল, ও সমমানের পরীক্ষায় এবার যারা, A+ প্রাপ্তদের সন্মাননা পুরস্কার প্রদান করা হয়। ২২মে বুধবার সকাল ১০টায় আকিজ দরবার হলে আকিজ গ্রুপের চেয়ারম্যান নাসির  উদ্দিন  (সি আই পি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের সন্মাননা ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন। আকিজ আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজও আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মাহামুদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন  নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আকিজ জুট মিলের  নির্বাহী পরিচালক আব্দুল হাকিম, আকিজ ইঞ্জিনিয়ারিং  ইন্সটিটিউট এর ভাইস প্রিন্সিপাল  আরাফাত হোসেন তাজ প্রমুখ।  ভাইস প্রিন্সিপাল তালাত শামস এর সঞ্চালনায়  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের সাউথ  জোনের  জি এম আবু জাফর,  নর্থ  জোনের জি এম সানোয়ার হোসেন, চেয়ারম্যানের বন্ধু ঢাকা থেকে আগত মোস্তাক হোসেন,  নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, সেলিম ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ মইনুর জহুর মুকুল, প্রধান শিক্ষক রাজু আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ, সাংবাদিক কল্যান ট্রাস্টের সমাজ কল্যান সম্পাদক জাকির হোসেন হৃদয়, সাংবাদিক রাজয় রাব্বি,।  ৫টি জেলার ৫শতাধিক ছাত্র ছাত্রীও শিক্ষকদের হাতে সন্মাননা ও পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে শুরুতে   ১ম পর্বে পবিত্র  কুরআন থেকে তেলোয়াত করেন হাফেজ আল- ফাত্তাহ,পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রীতম হালদার,অতিথিদের বক্তব্য চলে১টা পর্যন্ত। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, শুধু এ প্লাস পেলেই হবে না ভালো মানুষ হতে হবে। দেশ গড়ার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, দক্ষ ভাবে মানুষ হয়ে নিজের দেশের প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হবে।আমরা বাইরের দেশ থেকে জনবল নিয়ে কাজ করি। এটা কেন করতে হবে। প্রত্যেকটা অভিভাবককে সেভাবেই সন্তানদের গড়ে তুলতে হবে। আমাদের সন্তানরাই আমাদের প্রতিষ্ঠানেই কাজ করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি সিআইপি সেখ নাসির উদ্দিন তার বক্তব্য এসব কথা বলেন।  এরপর শুরু হয় ২য় পর্বে উপস্থিত  অতিথি, শিক্ষক ও শিকার্থীদের মধ্যে সন্মাননা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা মাধ্যমিক  শিক্ষা সপ্তাহে নির্বাচিত ৪জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১টি প্রতিষ্ঠান কে পুরস্কার প্রদান করা হয় আকিজ গ্রুপের পক্ষ থেকে।