Type to search

শনিবার নড়াইলের চিত্রা নদীতে নারী-পুরুষের এস এম সুলতান নৌকা বাইচ

নড়াইল

শনিবার নড়াইলের চিত্রা নদীতে নারী-পুরুষের এস এম সুলতান নৌকা বাইচ

নড়াইল প্রতিনিধি
নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদীতে শনিবার (২২ অক্টোবর)
নারী-পুরুষের এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হবে।
এদিন দুপুর ২টা থেকে শেখ রাসেল সেতু হতে সুলতান সেতু পর্যন্ত সাড়ে ৩
কিঃমিঃ এ বাইচ অনুষ্ঠিত হবে। নড়াইল, গোপালগঞ্জ, মাগুরা, খুলনা, ফরিদপুর
জেলার  ২০টি নৌকা বাইচে অংশ গ্রহন করবে ।
নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, খুলনা বিভাগীয় কমিশনার
মোঃ জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচের
উদ্বোধন করবেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন, বিপিএম
(বার)। তিনি আরও জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতিকে সর্বজনীন
করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।
এদিকে নৌকা বাইচের পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম
জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চে বৃহস্পতিবার (২০ অক্টোবর)
থেকে শনিবার পর্যন্ত ৩দিনব্যাপি  সুলতান উৎসব শুরু হয়েছে। এস এম সুলতান
শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার
সকালে আর্ট ক্যাম্প ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা
প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সরকারি ভিক্টোরিয়া
কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,
মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি
মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, চিত্রশিল্পী বিমানেশ
বিশ্বাস, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ,
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।
প্রতিযোগিতায় ৩শ৫০জন শিশু অংশগ্রহন করে। উৎসবে প্রতিদিনই বিকেলে ও
সন্ধ্যায় রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে উৎসব প্রাঙ্গনে
শিশুদের বিনোদনের জন্য খেলনা ট্রেন, দোলনাসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে
প্রায় দুই শতাধিক স্টল বসেছে।

Next Up