Type to search

যশোর হতে ৪৬৫ পিচ ইয়াবা সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয়

যশোর হতে ৪৬৫ পিচ ইয়াবা সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর সদর হতে ৪৬৫ পিচ ইয়াবা সহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর।

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ইং ১৫/০৮/২০২২ তারিখ সময় রাত ১৯.৩০ ঘটিকায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ওয়ার্ড নং ৫ মুজিব সড়ক সার্কিট হাউজের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে একই তারিখ সময় রাত ২০.১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে মহিলা র‌্যাবের সহায়তায় আসামী ১। মোছাঃ সোনিয়া (২২), স্বামী- মোঃ ইসাহাক, সাং- কাজীপাড়া পুলিশ লাইন লিচু বাগান, থানা- কোতয়ালী মডেল, জেলাঃ যশোর‘কে ধৃত করে। এ সময় মহিলা র‌্যাব দ্বারা আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে আসামীর ব্যবহৃত হ্যান্ড ব্যাগ হতে ৪৬৫ (চারশত পঁয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল ও মাদক বিক্রয়ের নগদ ৩৫০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত সহ আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।