Type to search

মোরেলগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

জাতীয়

মোরেলগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:বাগেরহাটের মোরেলগঞ্জে ইতি বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বেলা ১০টার দিকে ওই গৃহিণীর মরদেহ পোস্টমর্টেমের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতি বেগম নিশানবাড়ীয়া ইউনিয়নের জিউধারা গ্রামের কাওসার হালদারের স্ত্রী। তাদের কোন সন্তান নেই।

পারিবারিক কলহের কারণে ইতি বেগম শনিবার দিবগত রাতে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বামী কাওসর হাওলাদার দাবি করেছেন। প্রায় চার বছর পূর্বে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিকাটা গ্রামের আহম্মদ আলী চৌকিদারের মেয়ে ইতির সাথে বিয়ে হয়েছিল তার।

এ বিষয়ে ইতির পিতা বলেন, আমার মেয়ের সাথে গতকাল শনিবার বিকেলেও ফোনে কথা হয়েছে। সে আত্মহত্যা করবে কেন? আমি তার মৃত্যুর কারণ জানতে চাই। মেয়ের মরদেহ বাবার বাড়ি পটুয়াখালীতে নিয়ে দাফন করা হবে বলেও তিনি জানান।
এ সম্পর্কে থানার ওসি মো. শাহআলম বলেন, ইতি বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করানো হয়েছ।
সূএ:বাংলাদেশ প্রতিদিন