Type to search

মুচলেকাতেই রক্ষা !!!!

যশোর

মুচলেকাতেই রক্ষা !!!!

মনিরামপুর প্রতিনিধি: প্রতিমন্ত্রীর দোহায় দিয়ে এ যাত্রায় জেল-জরিমানা থেকে রক্ষা পায় লেয়াকত হোসেন। আর দালিল করতে আসবেন না এমন মুচলেকাতে ছেড়ে দেয়া হলো তাকে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী ভূমি অফিসে দালাল মুক্ত করতে লেয়াকত হোসেন নামে এক ব্যক্তিকে ওই অফিস থেকে নিজের নিয়ন্ত্রণে নেন।
সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল-জরিমানার সিদ্ধান্ত নিলে সেখানে উপস্থিত থাকা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম’কে। অবশ্য এরই মধ্যে কথিত দালাল লেয়াকত হোসেন তার নিজের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে প্রতিমন্ত্রীর মোবাইলে ফোনে ধরিয়ে দেন কর্মকর্তাকে কথা বলার জন্য।
সূত্রমতে, এ সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী। এক পর্যায়ে জেল-জরিমানা না দিয়েই কেবলমাত্র অফিসে আর দালালি করতে আসবেন না এমন মুচলেকাতেই এ যাত্রায় রক্ষা পায় লেয়াকত।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, কি-আর করার আছে ভাই ! ভবিষ্যতে ভূমি অফিস এলাকায় লেয়াকত আর আসবেনা এমন মুচলেকাতেই তাকে প্রথম বারের মতো ছেড়ে দেয়া হয়েছে। আগামীতে নিজের ব্যক্তিগত কাজ ছাড়া কোন দালালিতে তাকে দেখলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এই লেয়াকত হোসেন উপজেলা ভূমি অফিসের একজন চিহ্নিত দালাল হিসেবে মনিরামপুরবাসীর কাছে পরিচয় রয়েছে তার।