মানিকগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের ঘিওরে সদ্য বিবাহিত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত যুবক সাবিবুল ইসলাম শিপন (২৫) উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা রাধানগর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। পরিবারের সম্মতিক্রমে গত এক মাস আগে বিয়ে করে সে। সকালে শিপনকে তার নিজ বাড়ির পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
স্বজনরা জানান, পরিবারের সম্মতিক্রমে একমাস আগে সদর উপজেলার তেঘুরী এলাকার ১৮ বছর বয়সী এক মেয়েকে বিয়ে করেন শিপন। স্বাভাবিকভাবেই চলছিল তাদের সংসার। শনিবার (৫ মার্চ) রাতের খাবার শেষ করে স্বামী-স্ত্রী একই সাথে ঘুমাতে যায়। আনুমানিক রাত বারোটার দিকে তাঁর (শিপন) মুঠোফোনে কল আসলে কথা বলার জন্য রুম থেকে বের হয় সে। ফোনে কথা বলা শেষে স্বামী ঘরে ফিরে আসবে ভেবে ঘুমিয়ে পড়েন স্ত্রী। সকাল সাড়ে সাতটার দিকে প্রতিবেশীরা শিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন বিপ্লব জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিপনের ভাই বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূএ:বাংলাদেশ প্রতিদিন