Type to search

বিধিনিষেধ উপেক্ষা করেই ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ

জাতীয় রাজধানী

বিধিনিষেধ উপেক্ষা করেই ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ

 

 

অপরাজেয় বাংলা ডেক্স : বিধিনিষেধ উপেক্ষা করেই স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ।

আন্তঃজেলা গণপরিবহণ বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে পিকআপ ভ্যান, ভাড়া করা গাড়ি, ছোট লেগুনা ও  মোটরসাইকেলে করে বাড়ির পথে ছুটছেন তারা।

রাস্তায় হাজার হাজার মানুষ, কেউ জানে না কি করে পৌঁছাবে গন্তব্যে। ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস, মোটরসাইকেল কিছু একটা পেলেই উঠে পড়ছেন। তবে সামনে যানবাহন পাবেন, এমন আশায় বেশিরভাগ মানুষই হাটছেন।

সেইসাথে রয়েছে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতাও। তবুও ঈদকে সামনে রেখে ঘরমুখি মানুষের ঢল নেমেছে রাস্তায়। গন্তব্যে যাবার জন্য ভেঙ্গে ভেঙ্গে বিকল্প পথে বাড়ি যাচ্ছেন অনেকে। দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছেন কেউ কেউ। তবে, গাদাগাদি করে গাড়িতে উঠায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে।

ঈদের আগে অনেকেই দূরপাল্লার বাস চালু করার দাবি জানান। ঝুঁকি নিয়ে গাড়িতে ওঠা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও কাজে আসেনি কিছু। অনেকটা সচেতনভাবেই করোনার উচ্চ ঝুঁকি মাথায় নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ।

এদিকে প্রতিটি মাইক্রোবাস থামিয়ে চেক করছে পুলিশ। যাত্রীবাহী হলে ফিরিয়ে দেয়া হচ্ছে কিছু গাড়ি।সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *