Type to search

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই সকল ধর্মের লোক সমান অধিকার ভোগ করছে-স্বপন ভট্টচার্য

নড়াইল

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনেই সকল ধর্মের লোক সমান অধিকার ভোগ করছে-স্বপন ভট্টচার্য

নড়াইল প্রতিনিধি
স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন
ভট্টচার্য বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে
যাচ্ছে। নড়াইলের সকল অবকাঠামোর উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
বাংলাদেধশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।

বঙ্গবন্ধুর যে চেতনা আদর্শ ছিল
সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদারতা ও অসাম্প্রদায়িক চিন্তা
চেতনা,আওয়ামীলীগ সরকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা চেতনা
ধারন করে বলেই আজ সকল ধর্মের লোক সমান অধিকার ভোগ করছে। আজ যেসকল উন্নয়ন
হচ্ছে সবকিছ্ইু সরকারের অসাম্প্রদায়িক চেতনা ও আদর্শের কারন্ইে বাস্তবায়ন
হচ্ছে। নড়াইল “রামকৃষ্ণ মিশন চিকিৎসা সেবাকেন্দ্র এর “ সাথী ভবন ” এর
উদ্বোধনকালে এসব কথা বলেছেন
আজ রবিবার দুপুরে নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও  রামকৃষ্ণ মিশনের আয়োজনে আশ্রম
ও মিশন চত্বরে ফিতা কেটে ও ফলক উন্মমোচন করে “ সাথী ভবন”এর উদ্বোধন করেন
প্রধান অতিথি স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের
প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য।
নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস
চন্দ্র বোস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা প্রশাসক
মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন বিপিএম, (বার) পিপিএম,
সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর
উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু,নড়াইল পৌর মেয়র আনজুমান আরা,
জেলা আনসার ও ভিডিপি এ্যাডজুটেন্ট বিকাশ চন্দ্র বিশ্বাস, গোয়েন্দা
সংস্থার উপ- পরিচালক মোঃ মিজানুর রহমান, নড়াইল রামকৃষ্ণ আশ্রম এর
উপাধ্যক্ষ স্বামী আরাধনানন্দ, ,রামকৃষ্ণ ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেনী
পেশার মানুষ উপস্থিত ছিলেন