Type to search

মনিরামপুর সাংবাদিকদের সাথে নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

মনিরামপুর

মনিরামপুর সাংবাদিকদের সাথে নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

 

জি, এম ফারুক আলম
যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বুধবার দুপুরে মনিরামপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে মনিরামপুরে ২’শ ৬২ জন ভূমিহীন বা গৃহহীন হতদরিদ্র পরিবারের মাঝে জমিসহ ঘর বরাদ্দ দেয়া হবে। যা আগামী ২০শে জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। এছাড়া আগামী ৩০শে জানুরয়ারি উৎসবমুখর পরিবেশে মনিরারমপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সাংবাদিকদের নিকট সহযোগীতা কামনা করেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সকল অবহেলিত জনপদের স্বচিত্র প্রতিবেদন পত্রিকার মাধ্যমে তুলেধরা এবং সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারের জন্য উদাত্ত আহবান করা হয়। মতবিনিময় শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে ২০২১ সালের বর্ষপুঞ্চি ও কিছু মাস্ক তুলে দেন নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। এ সময় মনিরামপুর প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দ ছাড়াও বর্তমান কার্যকর কমিটির সভাপতি মোঃ ফারুক আহমেদ লিটন, সহ-সভাপতি জি. এম ফারুক আলম, সম্পাদক মোতাহার হোসেন, যুগ্ম-সম্পাদক হারুন-অর-রশিদ সেলিম, আসাদুজ্জামান রয়েল, সাংগঠনিক সম্পাদক এস. এম সিদ্দিকুর রহমান’সহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।