বেতন বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

বেতন বাড়ানোর দাবিতে সিলেটে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। টানা পঞ্চম দিনের মতো সিলেটের ২৩টি চা বাগানে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে সিলেটের লাক্কাতোড়া চা বাগানের প্রবেশমুখে এসে জড়ো হয় চা শ্রমিকরা।
এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরে সমাবেশে চা শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি রাজু গোয়ালাসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
১২০ টাকা মজুরি দিয়ে তাদের সংসার চলে না বলে জানান বক্তারা।
এ সময় চা শ্রমিকরা দাবি করেন, দাবি না মানলে সিলেটে অনির্দ্দিষ্টকালের ধর্মঘট আহবান করা হবে।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আমরা গত ৮ আগস্ট থেকে আন্দোলন করে আসছে শ্রমিকরা।