Type to search

বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিবন্ধী স্কুলের শিশুদের নিয়ে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের

নড়াইল

বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিবন্ধী স্কুলের শিশুদের নিয়ে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের

ব্যতিক্রমী অনুষ্ঠান
নড়াইল প্রতিনিধি
বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিবন্ধী স্কুলের শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী
সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা ব্যতিক্রমী অনুষ্ঠান করলেন। এ
আয়োজনে মুগ্ধ প্রতিবন্ধী স্কুলের শিশু শিক্ষার্থী ও অভিভাবকরা। ভিন্নরকম
এই আনন্দ-উৎসবকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষও।
মঙ্গলবার ভালোবাসা দিবসে নড়াইল  সদরের মাইজপাড়া ইউনিয়নের ‘বোড়ামারা অটিজম
ও প্রতিবন্ধী বিদ্যালয়’-এ দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ১৪৫ জন শিশু, তাদের অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে
শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা, কেককাটা, খেলাধূলা, উন্নতমানের খাবার
পরিবেশন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৃষ্টি প্রতিবন্ধী নন্দিত
কণ্ঠশিল্পী খালিদ শাওনসহ প্রতিবন্ধী শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।
সন্ধ্যায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ‘জয় বাংলা ইয়ুথ
পুরস্কার-২০২১’ বিজয়ী মির্জা গালিব সতেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য
দেন নড়াইল পৌর মেয়র আনজু মান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর
টুকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু,
বোড়ামারা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন
প্রমুখ।
প্রতিবন্ধী স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মহিবুল্লাহ ও পঞ্চম
শ্রেণির শিক্ষার্থী চম্পা বিশ্বাসসহ অনেকে বলেন, বিস্কুট দৌঁড়, ঝুড়িতে বল
নিক্ষেপ এবং লম্বা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব আনন্দ পেয়েছি।
বিশ্ব ভালোবাসা দিবসে আগে কখনো এমন আনন্দ পাইনি। নড়াইল পৌর মেয়র আনজুমান
আরা ও স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের লোকজন আমাদের হাতে ফুল দিয়েছেন।
দুপুরে একসঙ্গে সবাই খাবার খেয়েছি।
জানা গেছে, বিশ^বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে তোলা সংগঠনটি
করোনাকালীন সময়ে অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে সবজি
বাজার, গরিব কৃষকের ধান কর্তন, চিকিৎসাসেবা, হাসপাতাল ও এতিমখানায় ইফতার
বিতরণ, ঈদে ছিন্নমূল ও বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে নতুন পোশাক উপহার
দেয়াসহ বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। ২০২২ সালে
সিলেট ও সুনামগঞ্জ এলাকায় বন্যা দুর্গতদেরও পাশে ছিলো সংগঠনটি। ভাসমান
বেদে সম্প্রদায়ের মাঝে শিক্ষা ও জীবনযাত্রা মানউন্নয়ন নিয়ে কাজের
স্বীকৃতিস্বরূপ ‘জয় বাংলা ইয়ুথ পুরস্কার-২০২১’ জয়লাভ করে স্বপ্নের খোঁজে
ফাউন্ডেশন।