Type to search

ফুলতলায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

অভয়নগর

ফুলতলায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সৈয়দ আরাফাত হোসেন তাজ
খুলনা (ফুলতলা) প্রতিনিধি:
 খুলনা জেলার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা নামক গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো: সবুর আলী (৮০) নামে এক বৃদ্ধ যশোর-খুলনা মহাসড়কের বেজেরডাঙ্গা ও শেষ সীমানা এর মধ্যবর্তী স্থান যুগ্নিপাশা এতিমখানা ও মাদ্রাসার সামনে মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় বৃহস্পতিবার বিকালে মর্মান্তিক মৃত্যু ঘটে। তিনি ঐ গ্রামের মৃতঃ আব্দুল সোবহানের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায় বয়স্ক ভাতার টাকা নগদ অ্যাকাউন্ট থেকে তোলার জন্য তিনি যুগ্নিপাশা এতিমখানা ও মাদ্রাসা সংলগ্ন মামুন এর দোকানে যায়। মামুনের দোকান বন্ধ থাকায় ওইপারে অন্য একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে যখন রাস্তা পার হতে যাই ঠিক তখনই ঢাকা থেকে ছেড়ে আসা যশোর- খুলনাগামী সোহাগ পরিবহনের বাস (নং-ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৬) এর ধাক্কায় তিনি গুরুতর আহত এবং পরিবহনের বাম পাশের চাকায় পিষ্ঠ হলে এলাকাবাসি তাকে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি ফুলতলার সোহাগ কাউন্টারের সামনে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরবর্তীতে ফুলতলা পুলিশ প্রশাসন বাসটি আটক করে ফুলতলা থানায় নিয়ে আসে। এদিকে বাড়িতে মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েছেন তার একমাত্র স্ত্রী ও কন্যা সন্তান। তাদের কান্নার ভারে পুরো গ্রামবাসী স্থমিত হয়ে গিয়েছে কারণ এই বৃদ্ধ ছিল এই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। মানুষ হিসেবে বৃদ্ধ ব্যক্তিটি অত্যন্ত সৎ, নম্র-ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। মানুষের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে কোনমতে খেয়ে মানবতার জীবনযাপন করতেন এবং অন্যের জমিতে একটি কুঁড়েঘরে থাকতেন তিনি ও তার পরিবারের মানুষগুলো। এই দুর্ঘটনা তার পরিবারের জন্য ভিশন দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে।