Type to search

ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও

আন্তর্জাতিক

ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও

অপরাজেয় বাংলা ডেক্স
যুক্তরাষ্ট্র ও জার্মানির ওষুধ কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি ফাইজার-বায়োএনটেকের করোনার ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই প্রথম করোনার কোনও ভ্যাকসিন অনুমোদন দিল সংস্থাটি। বিশ্বের সব জায়গায় ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে চাহিদা মেটাতে পর্যাপ্ত টিকা সরবরাহের জন্য বিশ্বব্যাপী আরও বৃহত্তর প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ২রা ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়। ৮ই ডিসেম্বর দেশটিতে এই টিকার প্রয়োগ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইন, সৌদি  আরব, ইউরোপীয় দেশগুলোসহ বিশ্বের আরও কয়েকটি দেশ ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়ে প্রয়োগ শুরু করে।

ফাইজারের ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

 

সূত্র, DBC বাংলা