পাবনা চিনিকল বন্ধের প্রতিবাদে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

অপরাজেয় বাংলা ডেক্স
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে পাবনা চিনি কলের প্রধান ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা রাষ্ট্রায়ত্ত পাবনা চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে কলটির শ্রমিক-কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। দাবি পূরণ না হলে উত্তর-দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ‘দাশুড়িয়া’ মহাসড়ক-রেলপথ অবরোধ করে সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম