Type to search

বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জেলার সংবাদ

বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ির পৌর এলাকায় খবংপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে শ্রাবণ দেওয়ান (৫) নামে প্রাক-প্রাথমিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকাল ৯টায় এই ঘটনা ঘটে।

শ্রাবণ পৌর শহরের নারায়ণখাইয়া এলাকার বাসিন্দা প্রণয় দেওয়ানের ছেলে। মা-বাবার একমাত্র সন্তান ছিল সে। নির্মাণের বছর না পার হতেই গেট ভেঙে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নির্মাণকাজে ত্রুটি ছিল অভিযোগ করে কর্তৃপক্ষকে দায়ী করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো আজ সকালেও মায়ের হাত ধরে বিদ্যালয়ে আসে শ্রাবণ। প্রবেশের আগে কয়েক মণ ওজনের লোহার গেট ভেঙে তার ওপর পড়ে। এতে সে মাথায় আঘাত পায়। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবু তাহের বলেন, ‌‘হঠাৎ চিৎকার শুনে বিদ্যালয়ের সামনে ছুটে যাই। গিয়ে দেখি, এক শিশু কাতরাচ্ছে। আমার সামনেই শিশুটি নিথর হয়ে গেলো।’

শ্রাবণের বাবা প্রণয় দেওয়ান বলেন, ‘নির্মাণের বছর না পেরুতেই গেট ধসে পড়ে আমার একমাত্র সন্তান মারা গেলো। এর জন্য নির্মাণ কাজের ঠিকাদার দায়ী।’

খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।