Type to search

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬যুগ পূর্তি ও মিলন মেলা

নড়াইল

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬যুগ পূর্তি ও মিলন মেলা

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬যুগ পূর্তি ও মিলন মেলায় দর্শক মাতাবেন ফরিদা পারভীন,ঝিলিক ও মুহিন

নড়াইল প্রতিনিধি
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দু’দিনব্যাপি বিভিন্ন বর্ণাঢ্য
আয়োজনের মধ্য দিয়ে ৬যুগ পূর্তি ও মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামি শনিবার
(২৪ ডিসেম্বর) ও রোববার এসব আয়োজনের মধ্যে থাকছে শহরে বর্ণাঢ্য র‌্যালি,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি
পর্ব, উদ্বোধনী ও স্মৃতিচারণ অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও
বাংলাদেশের প্রখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভীন, জনপ্রিয় রকব্যান্ড
‘শিরোনামহীন’,ক্লোজআপ তারকা ঝিলিক ও মুহিন সংগীতানুষ্ঠানে দর্শক মাতাবেন।
শনিবার (২৪ডিসেম্বর) প্রথম দিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক
মোঃ হাবিবুর রহমান। এদিন দ্বিতীয় পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি
পর্বে প্রধান অতিথি থাকবেন সাবেক দুদক কমিশনার এ এস এম আমিনুল হক।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদ
প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
রোববার সমাপনি দিনের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নড়াইল-১
আসনের এমপি কবিরুল হক মুক্তি এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান
পর্বে প্রধান অতিথি থাকবেন নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন
মুর্তজা।
বুধবার (২১ডিসেম্বর) বিকেলে বিদ্যালয়ের মাল্টিমিডিয়া হল রুমে এক সংবাদ
সম্মেলনে এ তথ্য জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাবার্ষিকী ও
মিলন মেলা উদযাপন পর্ষদের সভাপতি মোঃ জাকির হোসেন সিকদার। এ সময় উদযাপন
পর্ষদের সদস্য সচিব সিনিয়র শিক্ষক মোঃ আকতারুল হক, বিদ্যালয়ের শিক্ষক ও
গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত বিদ্যালয়টি ১৯৫১ সালে দিলরুবা গার্ল্স স্কুল নামে প্রতিষ্ঠিত হয়
এবং ১৯৭০ সালে  সরকারিকরণের মধ্য দিয়ে নাম পরিবর্তন হয়ে বর্তমান নামকরণ
করা হয়।