Type to search

নড়াইলে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড ও বেস্ট হোম ডেভেলের্পাস লিমিটিডেরে পরিচালকদের প্রতারনা ও দুর্নীতির বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল

নড়াইলে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড ও বেস্ট হোম ডেভেলের্পাস লিমিটিডেরে পরিচালকদের প্রতারনা ও দুর্নীতির বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইলে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড ও বেস্ট হোম ডেভেলের্পাস লিমিটিডেরে পরিচালকদের প্রতারনা ও দুর্নীতির বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি নড়াইলে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড ও বেস্ট হোম ডেভেলের্পাস লিমিটিডেরে পরিচালকদের প্রতারনা ও দুর্নীতির বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ বেলা সাড়ে ১২টায় আদালত চত্বরে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটিডের ক্ষতিগ্রস্ত গ্রাহক বৃন্দের আয়োজনে এ মানববন্ধন হয়। ঘন্টাব্যপি মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, ক্ষতগ্রিস্থ গ্রাহক মোঃ রাজু শেখ, মোঃ মুকুল শেখ , খন্দকার মফিজ উদ্দিন, মেহেদেী হাসান, মেহেরেুন্নছো মেরি, ফরিদ আহমেদ , মামুনুজ্জামান, কাজী মফিজুর রহমান, মোঃ সোহেল, মোঃ পিয়ার প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড ও বেস্ট হোম ডেভেলের্পাস লিমিটিডের পরিচালকরা প্রতারনা ও দুর্নীতির মাধ্যমে সারা বাংলাদেশে ১০০০ কোটি টাকা ও নড়াইলের গ্রাহকদের ১০০ কোটি টাকা প্রতারনা করে আত্মসাৎ করেছে। আমরা এর বিচার চাই। বক্তারা আরো বলেন এদের বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রতারণার মামলা হয়েছে। নড়াইলের মামলায় কাজী সামসু রহমানের আট বছর, কাজী আজিজের ছয় বছর, কাজী সামসু রহমানের স্ত্রী শাবানা বেগমের পাঁচ বছর সাজা হয়। বর্তমানে তারা নড়াইল কারাগারে আছে। কিন্তু তারা টাকা না দিয়েই আদালতের রায় অমান্য করে আপিল করে বেরোনোর চেষ্টা করছে