Type to search

নড়াইলে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে দু’পক্ষের আহত ১২

নড়াইল

নড়াইলে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে দু’পক্ষের আহত ১২

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৬ নারীসহ ১২ জন আহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বাহিরগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, বসতভিটার ১৯ শতাংশ জমির মালিকানা নিয়ে কলোড়া ইউনিয়নধীন বাহিরগ্রামের দেলোয়ার শেখ এবং তার প্রতিপক্ষ জসিম শেখ পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকেলে বিরোধপূর্ণ ওই জমিতে দেলোয়ার শেখ লোকজন নিয়ে ঘর তুলতে গেলে জসিম শেখরা এতে বাধা দেয়। পরে দুপক্ষে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেলোয়ার শেখ পক্ষ লাঠিশোঠা নিয়ে জসিম শেখ পরিবারের ওপর চড়াও হয়। এসময় তাদের হামলায় জসিমরা ৩ ভাই ছাড়াও তাদের বাড়ির বৃদ্ধাসহ ৬ নারী আহত হন। এ দিকে জসিমদের প্রতিরোধের মুখে দেলোয়ারের পক্ষে আহত হন ৩ জন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৫ জনকে ভর্তি করা হয়েছে। ওসি মো. ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ দেলোয়ার ও জসিমের ভাই রুবেলকে আটক করেছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।