নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
নড়াইলে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৪জনের শেষ জন
মাহমুদ শেখ(৪৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। সে কালিয়া গ্রামের খালেক শেখের
ছেলে। মঙ্গলবার সকালে বড়দিয়া ফেরিঘাট থেকে লাশটি উদ্ধার করে।
গত শুক্রবার রাত ৮টার দিকে নড়াইলের কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার
নবগঙ্গা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় করে ১০ থেকে ১২ জন বাহিরডাঙ্গা থেকে
অপরপাড় পারবাহিরডাঙ্গায় যাচ্ছিলেন এসময় নৌকাডুবির ঘটনা ঘটে।
এ ঘটনায় পার বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের মেয়ে ও উপজেলার বাবুপুর
গ্রামের আঃ জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তার পূত্র নাসিম (২) এর
মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৪জন নিখোঁজ ছিলো।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহবুব আলম বলেন, মঙ্গলবার সকাল
সাড়ে ৯টা দিকে বড়দিয়া ফেরিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে। সে কালিয়া
গ্রামের খালেক শেখের ছেলে। এ নিয়ে নিখোঁজ ৪ জনেরই লাশ উদ্ধার করা হলো।