Type to search

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত 

নড়াইল

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত 

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইল মুক্ত দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত। শুক্রবার সকালে এ উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, জেলা শিল্পকলা একাডেমি, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে রুপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বদ্ধভূমি, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, পুরাতন বাসটার্মিনাল এলাকার বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধ্যু ম্যুরাল, জেলা জজ আদালত সংলগ্ন ৭১ এর বদ্ধভূমি ও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার  (সদর) এস এম কামরুজ্জামান, নড়াইল পৌরসভার সচিব ওহাবুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটুসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Attachments area

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *