Type to search

নওয়াপাড়া পৌরসভার রাস্তার বেহাল অবস্থা। জনমনে ক্ষোভের সঞ্চার

অভয়নগর

নওয়াপাড়া পৌরসভার রাস্তার বেহাল অবস্থা। জনমনে ক্ষোভের সঞ্চার

ডেক্স রিপোট:

অভয়নগর নওয়াপাড়া পৌরসভার  বিভিন্ন  ওয়ার্ডের  রাস্তা  চলাচলের  অযোগ্য  হয়ে  পড়ে  রয়েছে। অনেক  দিন সংস্কারের  অভাবে,   সামান্য  একটু বৃষ্টি হলেই একহাটু পানি বেধে  চলাচল  বন্ধ হয়ে যায়।  সরেজমিন ঘুরে দেখা গেছে  ৪ ও ৫ নং ওয়ার্ডের  বিভিন্ন  রাস্তা  খানাখন্দে ভরা। প্রতিদিন বিভিন্ন  ধরনের যানবাহন  দূর্ঘটনার  শিকার  হচ্ছে।  ধোপাদী গ্রামের  সাবেক কাউন্সিলর ও সাবেক  যুবলীগ সভাপতি  দুঃখ  করে  বলেন  ১৯৯৬ সালে  নওয়াপাড়া পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার  পর, ১৯৯৯সালে  ১ম পৌর নির্বাচনে  সরদার  অলিয়ার রহমান চেয়ারম্যান  ও আমি কমিশনার নির্বাচিত হয়ে  ৫নং ওয়ার্ডের  অধিকাংশ  রাস্তা  নির্মাণ  করি।  তার পর এনামুল  হক বাবুলের আমলে  কিছু  কাজ  হলেও  ধোপাদী সরদার  বাড়ি  থেকে  সরখোলা  কালভার্ট পর্যন্ত  রাস্তাটি ২০ বছরের  বেশি  সময়  ধরে  সংস্কার  না হওয়ার  ফলে , পায়ে হেটে ও চলাচলের  অযোগ্য  হয়ে  পড়েছে।  তিনি  বলেন  বর্তমান  মেয়রের  সঙ্গে  যোগাযোগ  করেছি  তিনি  সংস্কারের  আশ্বাস  দিয়েছেন।  ৫ নং ওয়ার্ডের  বুইকরা গ্রামের  কৃতিসন্তান  আওয়ামী লীগ নেতা , শেখ আইয়ুব  হোসেন ক্ষোভ প্রকাশ করে  বলেন, প্রথম  পৌর  চেয়ারম্যান  সরদার  অলিয়ারের সময়  সরখোলা  সংযোগ সড়ক  হতে  আমার  বাড়ির সামনে  হয়ে  শ্যামলের ভাটা পর্যন্ত  রাস্তাটি  দীর্ঘদিন  সংস্কারের  অভাবে  চলাচলের  অযোগ্য  হয়ে  পড়েছে।  প্রতিদিন  জনগণ  দূর্ঘটনার  শিকার  হচ্ছে। বুইকরা গ্রামের  দোকানদার ফিরোজ  হোসেন  বলেন, পৌরকর ১০ গুণ  বেড়েছে  কিন্তু  উন্নয়ন  ও সেবা বাড়েনি।  জনগণ  এখন  পৌর  ফাঁদে বন্দী।  নওয়াপাড়া পৌরসভার  প্রথম পৌর চেয়ারম্যাম অলিয়ার রহমান সরদারের  কাছে মন্তব্য  চানতে চাইলে তিনি  দুঃখ  করে বলেন,  আমার  আমলের করা  অনেক  রাস্তা  এখনো  সংস্কার হয় নাই।  জনগণ  ভালো  বলতে  পারবেন।   বর্তমান  পৌর  মেয়র সুশান্ত কুমার দাস সান্তর সাথে  যোগাযোগ করে ও পাওয়া যায় নাই।