Type to search

ডুমুরিয়ায় ১ শত ফুট উপরে গাছের ডালে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তিকে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় উদ্ধা

সাতক্ষীরা

ডুমুরিয়ায় ১ শত ফুট উপরে গাছের ডালে হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তিকে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় উদ্ধা

 নিজস্ব প্রতিবেদক
খুলনা ডুমুরিয়া উপজেলার হাজিডাঙ্গা গ্রামে শিরিশ গাছের প্রায় ১শত ফুট উপরে ডাল কাটার সময় আজ ১৫ই এপ্রিল সকালে  হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি ২ ডালের খাদে লুটে পড়েন, সংবাদ পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সর্দার শফিকুল ইসলামের নেতৃত্বে ফায়ার ডিফেন্স সিস্টেমের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে  হাসপাতালে প্রেরণ।এখন তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।  স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়  ডুমুরিয়ার শোভনা গ্রামের মোহাম্মদ রেজা সরদার ছেলে কাটের বেপারী নাহিদ সরদার (২৫) হাজিডাঙ্গা গ্রামে একটি শিরিশ গাছ ক্রয় করেন। শনিবার সকালে কয়েকজন লোক নিয়ে সেই গাছ কাটার উদ্দেশ্য নাহিদ গাছের ডাল কাটটে প্রায় ১শত ফুট উপরে ওঠেন। এবং একটি ডাল কাটার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ২ ডালের ফাঁকে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা বুঝতে পেরে তাৎক্ষণিক ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ প্রদান করে । সংবাদ পাওয়া মাত্রই ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম এর নেতৃত্বে ফায়ার ফাইটার বিল্লাল হোসেন এবং হাফিজুর রহমান একটি দল কৌশল অবলম্বন করে রেসকিউ হারনেস দ্বারা আহত ব্যক্তিকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করেন।