Type to search

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝিকরগাছা

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
আসুন আমরা সবাই সোনার বাংলা তৈরীতে অংশিদার হই : প্রলয় কুমার জোয়ারদার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টার সময় থানার প্রাঙ্গনের হাজার হাজার জনমানুষের সমন্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার বিপিএম (বার), পিপিএম প্রলয় কুমার জোয়ারদার। তিনি তার বক্তব্যে বলেন, আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করি এবং সোনার বাংলা তৈরীতে আমার সবাই অংশিদার হই।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে নাভারণ খ-সার্কেল’র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানরে স্বাগত বক্তব্য ও এডিশনাল এসপি বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহাজাহান আলী, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গিলবার্ট নির্মল বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ আব্দুল্লাহ, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।