Type to search

চৌগাছায় বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকীতে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরন

চৌগাছা

চৌগাছায় বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকীতে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরন

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান, সেলাই মেশিন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী অফিসার রিয়াসাত ইমতিয়াজ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, কৃষি কর্মকর্তা মোসাব্বের হোসেন, সমবায় কর্মকর্তা অহিদুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা (আরডিও) হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী ও ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল ইসলাম।

আলোচনা সভা শেষে উপজেলার অসহায় ও দুস্থ ৭জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন ও ৫জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।