Type to search

চৌগাছায় গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনার পেয়াজের বীজ ও সার পেলেন উপজেল ১৭০ কৃষক

চৌগাছা

চৌগাছায় গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনার পেয়াজের বীজ ও সার পেলেন উপজেল ১৭০ কৃষক

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছার কৃষি প্রণোদানা হিসাবে ১৭০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেয়াজ বীজ ও সার প্রদান করা হয়েছে।
উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রণোদনার পেয়াজ বীজ, সার ও সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামীম খান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন জানান, চলতি মৌসুমে উপজেলার ১৭০জন কৃষকের প্রত্যেককে এক বিঘা (৩৩শতাংশ) জমি চাষের জন্য এক কেজি গ্রীষ্মকালীন পেয়াজ বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার, পরিচর্যার জন্য নগদ ২হাজার টাকা, সুতালি, পলিথিন, বাঁশ কেনার জন্য ৮শ টাকা ও বালাই নাশক প্রদান করা হয়েছে।