Type to search

চৌগাছায় কৃষি ও মৎস্য খাতে সফল উদ্যোক্তা সম্মাননা প্রদান

ঝিকরগাছা

চৌগাছায় কৃষি ও মৎস্য খাতে সফল উদ্যোক্তা সম্মাননা প্রদান

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) যশোরের চৌগাছায় কৃষি ও মৎস্য সফল উদ্যোক্তা সম্মাননা প্রদান করেন।
বৃহস্পতিবার (২২শে জুন) বিকাল উপজেলা পরিষদ হলরুমে ৬ জন কৃষক কৃষি ও মৎস্য চাষ করে সফল অর্জন করেছেন তাদেরকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে শিশু নিলয় ফাউন্ডেশনের আয়াজোনে পল্লী কর্ম- সাহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় শিশু নিলয়
ফাউন্ডেশন উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও শিশু নিলয় ফাউন্ডেশনের কৃষিকর্মকর্তা রিজু সিকদার সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ,এছাড়া উপস্থিত ছিল শিশু নিলয় ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা জামিল হোসেন, সহকারী টেকনিক্যাল ও ম্যানেজার মনিরুল ইসলাম। উপজেলার ৬ জনের মধ্যে ৩ জন কৃষক ও ৩ জন মৎস্য চাষী সফল চাষী হতে শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছেন। শিশু নিলয় ফাউন্ডেশনের থেকে যারা পেয়েছেন কৃষক মান্নত হোসেন, রেজাউল ইসলাম, আব্দুল আজিজ, আতাউর রহমান,চম্পা খাতুন, নাজমুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বাড়ির খালি জায়গায় গাছ লাগাতে হবে ও সবজি বাগান তৈরি করতে হবে তাহলে পরিবারের স্বচ্ছতা ফিরে আসবে।