Type to search

চৌগাছায়  ঐতিহ্য বিশ্বাস বাড়ির দেবী বিসর্জন মধ্য দিয়ে শেষ হলো দূর্গাৎসব

ধর্ম

চৌগাছায়  ঐতিহ্য বিশ্বাস বাড়ির দেবী বিসর্জন মধ্য দিয়ে শেষ হলো দূর্গাৎসব

 

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধি ঃ

যশোরের চৌগাছায়  ঐতিহ্য ব্রিটিশ নিল বিদ্রোহের সৃতিকাগার দুই নায়ক ও ব্রিটিশ  বাহিনীর  হামলায় শহীদ হন   বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। তার পরিবার  শহিদ  স্মৃতি স্তম্ভর  পাশে শারদীয় দুর্গাপূজার পূজা যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে। ঐতিয্য বিশ্বাস বাড়ীর  পূজা সমাপ্ত দেবীর বিসর্জন। মঙ্গলবার (২৪ অক্টোবার) সন্ধ্যায় প্রতিমা বিসর্জন সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী সদস্য যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অমল কুৃমার বিশ্বাস, মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ বিমল কুমার বিশ্বাস, মাস্টার রনজিৎ বিশ্বাস, প্রভাষক দেবরাজ বিশ্বাস । বিশ্বাস বাড়ির শারদীয় দুর্গাপূজার পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, সহ সভাপতি অরবিন্দু কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অমিত কুমার বিশ্বাস, মহিলা সম্পাদিকা পাপিয়া বিশ্বাস টিয়া,সহ সাংগঠনিক সম্পাদক বিপুল বিশ্বস, কোষাধাক্ষ স্বপন কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক পঙ্কজ রায়, দপ্তার সম্পাদক চয়ন কুমার বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক সুব্রত বিশ্বাস, স্বাস্থ্য বিষয় সম্পাদক  অয়ন কুমার বিশ্বাস,সংস্কৃতি বিষয় সম্পাদক  বিধান কুমার বিশ্বাস, সদস্য অমিত বিশ্বাস, তাপস বিশ্বাস, সুজিত বিশ্বাস, বাসুদেব মন্ডল, সনেট বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত  ছিলেন।