Type to search

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাল্য বিয়ে, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা

জেলার সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাল্য বিয়ে, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা

চিত্তরঞ্জন সাহা চিতু,
চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধ, মাদকাশক্তি নিমূর্ল এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দামুড়হুদা উপজেলা মডেল মসজিদে ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইফার দামুড়হুদা উপজেলা সুপার ভাইজার মারিয়া মাহবুবার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন  পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কেন্দ্রের ১২৩ জন শিক্ষক ও ইমাম উপস্থিত ছিলেন। কর্মশালায় নারী নির্যাতন, বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। ইমামদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আওয়াল। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসাদুজ্জামান।