Type to search

চচৌগাছায় বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ

চৌগাছা

চচৌগাছায় বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল, সন্ত্রাস, নৈরাজ্য ও পুলিশ হত্যার প্রতিবাদে যশোরের চৌগাছায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন। রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শান্তি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান বাবুল, প্রচার সম্পাদক চুন্নু বড়মিয়া, সদস্য রেজওয়ান হাবিব আলিফ, শেখ আনোয়ার হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম,  উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাসান রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে এদিন বেলা ১১টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক উন্নয়ন সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে উন্নয়ন সমাবেশে রুপ নেয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মানিক, সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, যুগ্ম-সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, পৌর শাখার সভাপতি বকুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, আসিফ আহমেদ, প্রচার সম্পাদক নয়ন হোসেন প্রমুখ।

এদিন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আরেকটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সরকারী শাহাদত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে আরেকটি মিছিলে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান ও পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য মমিনুর রহমান মমিন, যুবলীগ নেতা শামীম রেজা, মনিরুল ইসলাম রকি, রাসেল রানা, পৌর শ্রমিকলীগের সভাপতি আমিনুর রহমান আমিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফিরোজ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল রানা, সন্দীপ কুমার জয়, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা হাসিব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে এদিন দুপুরে পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকুর রহমানের উদ্যোগে জামায়াত-বিএনপির হরতালের প্রতিবাদে বাজারে এক মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়। শোডাউনটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।