Type to search

গ্রাহকদের ৬ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি

জেলার সংবাদ

গ্রাহকদের ৬ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি

অপরাজেয় বাংলা ডেক্স
দ্বিগুণ মুনাফার প্রলোভনে কয়েকশ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে টাকা।

নীলফামারীতে গ্রাহকদের প্রায় ৬ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ফেরত পেতে কয়েকদিন ধরে আন্দোলন করলেও, প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে দাবি ভুক্তভোগীদের।

সাতক্ষীরার সালমা চৌধুরী।  ডোমার উপজেলার শাহীপাড়ার বাসিন্দা।  দ্বিগুণ মুনাফার আশায় ৫০ হাজার টাকা দিয়েছিলেন ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতিতে।

সালমার মতো ছয় শতাধিক গ্রাহক অধিক মুনাফার আশায় ১০ হাজার থেকে ৪ লাখ টাকা দিয়েছেন সমিতিতে। তবে, টাকা নেয়ার পরই কার্যালয়ে তালা দিয়ে লাপাত্তা সমিতির কমকর্তা-কর্মচারীরা।

ভুক্তভোগীরা জানান, ৪৫ দিন ধরে বিভিন্ন প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছে সমিতির সভাপতি মামুন হাসান মালিক, কর্মকর্তা নূর আলমসহ কয়েকজন। তারা এমনভাবে আমাদের বুঝিয়ে টাকা নিয়েছে যে আমরা বুঝতেই পারি নি।

প্রশাসনকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ প্রতারিত গ্রাহকদের। প্রশাসনের দুর্বলতার কারণেই অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে বলে মনে করেন অনেকে।

নীলফামারীর ডোমার উপজেলার সুজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, প্রশাসনের নাকের ডগায় কোটি কোটি টাকা তারা আত্মসাত করে নিয়ে গেলো। ৪৫ দিন ধরে এভাবে তারা টাকা নিয়ে গেল প্রশাসন নিরব কেনো। এর নিশ্চয় রহস্য আছে।

তবে, পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজার রহমান বলেন, ভুক্তযোগীরা যখনই অভিযোগ দিবে তাৎক্ষনিকভাবে যে যে আইনানুগ ব্যবস্থা নেয়া যায় আমরা নিব।আমাদের কাছে এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি।

টাকা ফেরতের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন ভুক্তভোগীরা।

 

সূত্র, DBC বাংলা