Type to search

খুলনার ৫ হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু

খুলনা

খুলনার ৫ হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু

এর আগে সোমবার (১৯ জুলাই) খুলনায় ১৩ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন ও উপসর্গ নিয়ে একজন মিলে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার আব্দুর রশিদ (৬৭), খালিশপুরের মুক্তার শেখ (৯০), মিয়াপাড়ার এ টি এম আনিসুজ্জামান ও রূপসার শুশান্ত দত্ত (৫৫)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাটের কচুয়ার ফারজানা (৪৮) নামে এক রোগী মারা গেছেন।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার দৌলতপুরের পাবলা বণিকপাড়ার রঞ্জন কুমার (৬০) নামে এক রোগী মারা গেছেন।

সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজন রোগীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার রূপসার সামন্তসেনা এলাকার শাজান ফকির (৬২), বটিয়াঘাটার বিন্দু প্রকাশ গোলদার (৭০) ও পিরোজপুরের পশ্চিম শেখপুরের প্রিয়াঙ্কা (২৫)।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার রূপসার আইচগাতীর জাহানারা (৬০), বড়বাজার এলাকার অলোক রায় (৫৪) ও নড়াইল কালিয়ার কামাল মোস্তফা (৭২) নামে তিন রোগী মারা গেছেন। সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *