Type to search

কুঁজো প্রেম

সাহিত্য

কুঁজো প্রেম

বিলাল মাহিনী
প্রবল বর্ষণে ভরে গেলো পুকুর-নদ
ভরলো না মন
তৃষ্ণা বেড়ে গেলো জলের ছোঁয়ায়
কুঁজো হয়ে পড়া বয়স চাঙা হয়ে উঠলো শীতল ছায়ায়
এভাবে কখনো বৃষ্টি কখনো রৌদ্রস্নাত থাকে বালুর গা, নদীর পাড়
পাশাপাশি বসে থাকি অপেক্ষার হাত ধরে, মনে হলো- আইসক্রিম গলে গলে মিশে যাচ্ছে নোনাজলের সাথে,
বিজলী দর্শনে চোখ ধাঁধিয়ে যায়, স্পর্শে নিথর হয়ে যায় অবশ শরীর, শিহরণ জাগে কুঁজো প্রেমে
মনে হয়, এক পুকুর জল গিলে ফেলতে পারবো
কিন্তু এক ঢোকও গিলতে দেয় না নিঃশব্দের নিষেধাজ্ঞা, কুঁজো সময়
এক যুগ, না.. কয়েক যুগ পর বৃষ্টির মিষ্টি স্বাদে ভরে গেলো প্রাণ
হৃদয় আন্দোলিত হলো তার নয়ন সমুদ্রে, ডুবি ভাসি, ভাসি ডুবি-
এভাবে কেটে গেলে বর্ষার সন্ধ্যা
তবুও ছুঁয়ে দেখা হলো না এক ফোঁটা জল!