গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনায়া আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং বাকি ৬ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৩৮ জনে।
গেল ২৪ ঘন্টায় ২১৯টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ ২৫ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৫৪ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন। মঙ্গলবার (২৩ মার্চ) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। এদিকে, নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৬৯ শতাংশ। আর এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১২.৯৪ শতাংশ। এছাড়া গেল ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.১২ শতাংশ। অন্যদিকে, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫১ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। তবে এই মহামারি ভাইরাসটি বাংলাদেশে শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ এবং করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় মার্চের ১৮ তারিখ।
এদিকে, বিশ্বে এখন পর্যন্ত ১২ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৬৭১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ গেছে ২৭ লাখ ৩৬ হাজার ৭৩০ জনের। এছাড়া করোনা আক্রান্ত হওয়ার পর বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ১০ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৭১৬ জন।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিকে এখন পর্যন্ত তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৯৪৫ জনের।
সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২০ লাখ ৫১ হাজার ৬১৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৬৮৫ জনের।
সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৭৯৬ জন এবং আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২০০ জনের।
তালিকার চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ার করোনা শনাক্তের সংখ্যা ৪৪ লাখ ৭৪ হাজার ৬১০ জন এবং দেশটিতে করোনায় প্রাণ গেছে ৯৫ হাজার ৮১৮ জনের। এছাড়া পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে করোনা শনাক্তের সংখ্যা ৪৩ লাখ ১ হাজার ৯২৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৭২ জনের। সূত্র, DBC বাংলা