‘ইভিএম হচ্ছে ইসির পছন্দের প্রার্থীকে জয়ী ঘোষণার যন্ত্র’

ইভিএম মেশিনকে দুর্নীতি ও জালিয়াতির যন্ত্র আখ্যা দিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘এ যন্ত্র দিয়ে নির্বাচন কমিশন যার পক্ষে ফলাফল ঘোষণা করতে চায় সেই ফলাফল সৃষ্টি করতে পারবে। এটা দিয়ে ভোট পুনঃগননা যাচাই-বাছাই করার কোনও সুযোগ থাকবে না। সে কারণে ইভিএম মেশিন হচ্ছে, নির্বাচন কমিশন তাদের পছন্দের প্রার্থীকে জয়ী ঘোষণার যন্ত্র ছাড়া আর কিছুই নয়।’
শনিবার (৩ ডিসেম্বর) বিকালে রংপুর নগরীর রাধাবল্লভ এলাকায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় সুজনের মতবিনিময় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন।
বদিউল আলম মজুমদাড় বলেন, ‘‘দেশে এখন নিয়ন্ত্রিত গণতন্ত্র চলছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দেশে বর্তমানে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা অবসান ঘটানো না হলে দেশের জন্য মঙ্গলজনক হবে না। রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে, জনকল্যাণ করা মানুষের মঙ্গল করা। তারা সেটাকে খেলায় পরিণত করেছেন- এটা দেশের জন্য অকল্যাণ বয়ে আনবে।’
তিনি বলেন, ‘এর আগে দেশে যে দুটো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটা ছিল একতরফা আরেকটা ছিল জালিয়াতির নির্বাচন। এবার আরেকটি ব্যর্থ নির্বাচন হলে দেশের জন্য জনগণের জন্য চরম অকল্যাণ বয়ে আনবে। বার বার প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে যে বিষবৃক্ষ ছেঁটে ফেলা হলো কিন্তু সেই বৃক্ষটা রেখে দেওয়া হলো।’
সুজন সম্পাদক আরও বলেন, ‘নির্বাচন কমিশন গাইবান্ধার উপ-নির্বাচন অনিয়মের অভিযোগে বাতিল করায় আমরা অভিনন্দন জানিয়েছিলাম। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গাইবান্ধা নির্বাচন নিয়ে তারা যে প্রতিবেদন তৈরি করে লোক দেখানো শাস্তির কথা বলছে এটা পাতানো খেলা ছাড়া আর কিছু নয়।’
এর আগে, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার আরডিআরএস মিলনায়তনে এসে পৌঁছলে সুজনের স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এ সময় সুজন মহানগর সম্পাদক অধ্যক্ষ খায়রুল আনামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরাজেয় বাংলা
এল.বি টাওয়ার ২য় তলা, নওয়াপাড়া , অভয়নগর, যশোর
ফোন নং : ০১৭১০৭৮৫০৪০
ইমেইল : [email protected]
ফেসবুক : fb.com/dainikaparajeyobangla
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
নির্বাহী সম্পাদক :
মোঃ মিজানুর রহমান
মোবাইল নং : ০১৯১৫৯৪৮৪০৪
উপদেষ্ঠা সম্পাদক :
চৈতন্য কুমার পাল
মোবাইল নং : ০১৭১২৫৮৩৪৩৮