Type to search

আজ অভয়নগর মুক্ত দিবস ; থাকছে না কোন কর্মসূচি

অভয়নগর

আজ অভয়নগর মুক্ত দিবস ; থাকছে না কোন কর্মসূচি

নওয়াপাড়া অফিস
আজ ৯ ডিসেম্বর অভয়নগর মুক্ত দিবস। ১৯৭১ সালে পাক বাহিনী এই দিন অভয়নগর ছেড়ে পালিয়ে যায়।
১৯৭১ সালের ৯ ডিসেম্বর যশোরের অভয়নগর ইতিহাসে এক স্মরণীয় দিন। এদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই নওয়াপাড়া শহর এবং তার চারপাশের জনপথ স্বাধীন বাংলার ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে।
বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে এদিন মুক্ত করেছিল অভয়নগরকে। সে দিন বীর সেনানীরা লাল সবুজের মধ্যে সোনারঙের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা প্রথম উড়িয়েছিল অভয়নগরের প্রাণকেন্দ্র নওয়াপাড়া শংকর পাশা হাইস্কুলে। অভয়নগরের মুক্তিযোদ্ধারা ভারত থেকে ট্রেনিং নিয়ে তিনটি গ্রুপে ভাগ হয়। একটি গ্রæপ খড়লিয়ার শ্যাম দারোগার বাড়ি ঘাঁটি গড়েন।
৬ নভেম্বর যশোর শহর মুক্ত হওয়ার পর ৭ নভেম্বর যশোর ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানী হানাদার বাহিনী এসে নওয়াপাড়ার সব মিল কারখানায় ক্যাম্প গড়ে তোলে এবং সাধারণ মানুষের উপর বর্বর নির্যাতন চালাতে শুরু করে। ৮ নভেম্বর মুক্তিবাহিনী ও হানাদার বাহিনী রাজঘাট ও শেষ সীমানার মধ্যবর্তী স্থানে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হয়। এ সময় মেজর জলিলের নেতৃত্বে মিত্র বাহিনী ও মুক্তিবাহিনী টেকা নদী পার হয়ে অভয়নগরে প্রবেশ করে। তিনি গ্রæপের যৌথ আক্রমনে পাক বাহিনী শিরোমনি ও ফুলতলা এলাকায় পালিয়ে যায়।

অভয়নগর মুক্ত দিবস উপলক্ষে প্রতিবছর অভয়নগর মুক্ত দিবস উদযাপন কমিটি জ্যাকজমক আয়োজন করে। কিন্তু এবছর ওই সংগঠনের কোন আয়োজন নেই। উদযাপন কমিটির কোষাধ্যাক্ষ ইব্রাহিম হোসেন বিশ^াস জানান, এ বছর স্কুলের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারনে শিক্ষক ছাত্র অংশ গ্রহণে র‌্যলি করা সম্ভাব হচ্ছে না যে কারনে এ বছর অনুষ্ঠান বাতিল করা হয়েছে।