Type to search

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীর কন্যা জুবাইদা নাজনীন সংসদের  সংরক্ষিত নারী আসনের যশোরে প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

জাতীয়

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীর কন্যা জুবাইদা নাজনীন সংসদের  সংরক্ষিত নারী আসনের যশোরে প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

নওয়াপাড়া অফিস
যশোর অঞ্চল থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসাবে কেন্দ্রীয় আ.লীগ অফিস থেকে গত মঙ্গলবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন অভয়নগর উপজেলার বাসিন্দা জুবাইদা নাজনীন। জুবাইদা নাজনীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগতলা ষড়যন্ত্র মামলার কেস পাটনার দলিল উদ্দিন হাওলাদারে কন্যা। তিনি ছিলেন তৎকালিন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগি। ওই মামলার ৯নং আসামী ছিলেন তিনি।
জোবাইদা নাজনীন যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তিনি এলাকায় শিক্ষানুরাগী ও সমাজ সেবিকা হিসাবে পরিচিত। তিনি স্থানীয় একটি বেসরকারি কলেজের প্রভাষক। তিনি দলীয় মনোনয়ন ফর্ম ক্রয় করায় অভিনন্দন জানিয়েছেন অভয়নগর উপজেলার আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা, সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সাবেক কাউন্সিলর ও পৌর আ.লীগ নেতা লুৎফর রহমান বিশ্বাস, সাবেক ইউপি সদস্য  প্রকাশ বিশ্বাস সহ অনেকে।