Type to search

আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজে ও আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট – এর “বাৎসরিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান”অনুষ্ঠিত

শিক্ষা

আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজে ও আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট – এর “বাৎসরিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান”অনুষ্ঠিত

 

 সৈয়দ আরাফাত হোসেন, তাজ যশোর (অভয়নগর)

প্রতিনিধি: আজ যশোর জেলার অভয়নগর, নওয়াপাড়াধীন আকিজ সিটিতে অবস্থিত স্বনামধন্য দক্ষিণ বঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের “বাৎসরিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সেখ নাসির উদ্দিন (সিআইপি), চেয়ারম্যান (আকিজ গ্রুপ), প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট, যশোর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে, এম আবু নওশাদ, উপজেলা নির্বাহী অফিসার, অভয়নগর, যশোর, থান্দার কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, অভয়নগর , যশোর, মুফতি আহমেদ আলী, ম্যানেজিং ডাইরেক্টর, এস.এ ইন্টারন্যাশনাল, ঢাকা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাজিদ হোসেন সুপ্ত, শেখ মাহামুদুন নবী, অধ্যক্ষ, কো-অর্ডিনেটর তালাত সামস (ফিউরি), আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট-এর ভাইস প্রিন্সিপাল সৈয়দ আরাফাত হোসেন, আকিজ জুট মিলস লিঃ এর জি.এম জনাব আবু জাফর প্রামানিক, এডমিন ম্যানেজার জনাব সুব্রত শর্মা সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজের জ্ঞানী গুণীজন, সচেতন অভিভাবকবৃন্দ ও ছাত্র—ছাত্রীবৃন্দ । অনুষ্ঠানে ১ম শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়। আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবাগত ২০২৩-২৪ সেশানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতি জনাব সেখ নাসির উদ্দিন (সিআইপি), চেয়ারম্যান, আকিজ গ্রুপ এবং এইআই ও এআইএসসি এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা তার মরুহুম আব্বার স্মৃতির কথা স্মরন করে বলেন, আমার আব্বা আমাদেরকে অনেক কষ্ট করে এ পর্যায়ে এনেছেন । যিনি লেখা পড়া জানেন না কিন্তু তিনি তাঁর ১০টা ছেলেকে এ প্লাস রেজাল্ট নয় এ প্লাস মানুষ হিসাবে গড়ে তুলেছেন। তোমাদেরকেও সচেতন হতে হবে। তোমাদের পিতা-মাতার দোয়া নিতে হবে। তাঁদের প্রতি তোমাদের বিনয়ী হতে হবে এবং এ প্লাস রেজাল্টের পাশাপাশি এ প্লাস মানুষ হতে হবে। তিনি উপস্থিত সচেতন অভিভাবকদেরকে বিজয় দিবসের শুভেচ্ছার মাধ্যমে তার বক্তব্য শেষ করেন । প্রধান অতিথি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট, যশোর, বিজয়ের মাসের শুভেচ্ছা, বঙ্গবন্ধু এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদেরকে স্বরন করে বলেন, যশোর জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস গাঁথিত জেলা । তিনিও একই ভাবে সকল শিক্ষার্থিদেরকে তাদের লেখা-পড়ার পাশাপাশি দেশ গড়ার উন্নয়নে মানুষ হিসাবে তাদের তৈরী হবার জন্য উপদেশ দেন। তিনি আরো বলেন, সুন্দর শিক্ষার পরিবেশ ও একদল অভিজ্ঞ শিক্ষকের হাত ধরে  এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার শিক্ষার্থীরা নিজ যোগ্যতায় দেশে–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে। তাঁরা এই শিক্ষা প্রতিষ্ঠান দুইটার সুনাম পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দিচ্ছে।পরিশেষে এই অনুষ্ঠান আয়োজনের জন্য আকিজ গ্রুপের চেয়ারম্যান, স্কুলের পিন্সিপ্যাল, শিক্ষক সহ এর পরিচালনায় দায়িত্বপালনকারী আকিজ একাডেমিক ভিলেজের সহিত সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান।