Type to search

অভয়নগরে ৫দিনব্যাপী কর্মশালা সমাপন

অভয়নগর

অভয়নগরে ৫দিনব্যাপী কর্মশালা সমাপন

স্টাফ রিপোর্টার : অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের গোবিন্দপুর ত্রীমহোনী বটতলায় বিকল্প ধারার সিনেমা নির্মান, ভাষা সাহিত্য পাঠ ও ব্রতচারী প্রশিক্ষণ বিষয়ক ৫দিনব্যাপী কর্মশালা গতকাল রবিবার সম্পন্ন হয়েছে। সিনেমা নির্মানে পিসিএম পরিচালক সৈয়দা নিগার বানু, ব্রতচারী প্রশিক্ষণে খুলনা গানের তরীর পরিচালক ও বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংগঠনের রাকিবা খান লোবা, ভাষা সাহিত্যে উপজেলা প্রাণগ্রাম শিল্পাশ্রম পরিচালক অনুপ চন্ডাল প্রশিক্ষণ পরিচালনা করেন। ৬৬ জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকার, গ্রামীন ফোন লিমিটেড-এর লীড ইঞ্জিনিয়ার কল্যাণ কুমার বিশ্বাস, বাংলাদেশ শিশু একাডেমির মিউজিক ইন্সট্রাক্টর লিঠু রানী মন্ডল বিশ্বাস, সুন্দলী এস টি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উদয়শংকর বিশ্বাস প্রমূখ।