Type to search

অভয়নগরে অপরাজেয় সামাজিক পরিষদের উদ্যোগে পশু চিকিৎসা সেবা প্রদান

অভয়নগর

অভয়নগরে অপরাজেয় সামাজিক পরিষদের উদ্যোগে পশু চিকিৎসা সেবা প্রদান

 

নওয়াপাড়া অফিস

অভয়নগর উপজেলার স্বেচ্ছা সেবক সংগঠন অপরাজেয় সামজিক পরিষদের আয়োজনে সোমবার সকাল থেকে এলাকায় ক্ষুরা রোগের টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তারক কুমার বসু এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার বিশ^াস বাবলু, নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এজাজুল হক মানু, সংগঠনের সদস্য সাকিব হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি। কর্মসূচিতে টিকা দান করেন বিশিষ্ট প্রাণী সম্পদ চিকিৎসক ডা.লিটন। উদ্বোধনী দিনে ধোপাদী নতুন বাজার এলাকায় ৩২ টি গরু’র ক্ষুরা রোগ ও ২০টি ছাগলের বসন্ত রোগের টিকা দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কুদ্দুস বলেন, টিকা না দেওয়ার করনে নানা রকম ভাইরাস রোগে প্রতিবছর অনেক পশু মারা যায়। এতে গ্রামের প্রান্তিক কৃষকেরা ক্ষতি গ্রস্থ হয়। বিষটির গুরুত্ব দিয়ে আমার সংগঠনের পক্ষ থেকে ্এলাকায় সরকারি ভাবে এ টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। ডা. লিটন বলেন, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে পর্যাপ্ত টিকার সরবরাহ নেই। তার পরেও অপরাজেয় সামাজিক পরিষদের আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষ এ টিকাদান কর্মসূচি পালন করছে।