Type to search

চৌগাছায় ২৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা

চৌগাছা

চৌগাছায় ২৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা

  • চৌগাছায় ২৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা
    শ্যামল দত্ত (চৌগাছা) যশোর প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় দিছার স্টোর ও মেসার্স শাওন এন্টারপ্রাই ২টি দোকান ২৪০কেজি অবৈধ পলিথিন ও ৫০০০০/-
    টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বুধবার ১৩অক্টোবর) বিকাল ৩ টায় বাজারে দিছার স্টোর স্বত্বা অধিকার জাহাঙ্গীর আলম (৩৮)অবৈধ পলিথিন
    ও ২৫০০০ /- , মপসার্স শাওন এন্টারপ্রাইজ স্বত্বাধিকার আব্দুল মজিদ (৫৫) অবৈধ পালিথিন জব্দ ও ২৫০০০/-টাকা জরিমানা মোট পলিথিন ২৪০ কেজি পলিথিন যার অনুমান মূল্য ৫২০০ ০/-টাকা ভ্রাম্যমান আদালত এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্স অফিসার সৌমেন মৈত্র, যশোর জেলা পরিবশ অধিদপ্তরের পরিদর্শক জাহিদ হাসান সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।