Type to search

অভয়নগরে নবাগত ইউএনও’র সাথে পানিবন্দি সুন্দলী ইউনিয়ন পরিষদের মতবিনিময়

অন্যান্য

অভয়নগরে নবাগত ইউএনও’র সাথে পানিবন্দি সুন্দলী ইউনিয়ন পরিষদের মতবিনিময়

অভয়নগরে নবাগত ইউএনও’র সাথে পানিবন্দি সুন্দলী ইউনিয়ন পরিষদের মতবিনিময়
নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী বুধবার(২/১০/২৪) বিকালে ভবদহ জলাবদ্ধতায় সর্বপেক্ষা বেশি আক্রান্ত  সুন্দলী ইউনিয়ন পরিষদের সাথে এক মতবিনিময় সভা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিলের সভাপিত্বে অনুষ্ঠিত  সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, তিনি এখানে  এসে মাত্র ৯টি কার্যাদিবস পার করেছেন। এর মধ্যে তিনিটি হত্যাকান্ড ঘটেছে যা দুঃখজনক। ভবদহ সমস্যা নিয়ে তিনি গুরুত্বের সাথে কাজ করছেন। তিনদিন গত হলো আমডাঙ্গা খালে কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড খাল প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণের সমীক্ষা যাচাই করছে। ইতোমধ্যে খালের ভরাট হওয়া পলি ও খাল শাসন করা বøাক উঠানোর কাজ শুরু হয়েছে। ভবদহে আরো ৫টি পাম্প বসানো হয়েছে। যে কারনে পানি কমতে শুরু করেছে। তিনি আরো বলেন, এলাকার বাল্যবিয়ে, মাদক নির্মুল ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও চেয়ারম্যাকে ভূমিকা রাখতে হবে। তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোন সমস্যা আছে কিনা তার খোজখবর নেন। সভায় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।