কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে নদীর পলি অপসারণে ব্যাবহৃত ড্রেজার মেশিনের ব্যাটারি ও তেল চুরি
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর), থেকে।
বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় যশোরের কেশবপুর উপজেলা ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছে। এ জলাবদ্ধতা দূরীকরণে উপজেলার আলতাপোল নামক স্থানে বুড়ি ভদ্রা নদীর পলি অপসারণে ড্রেজার মেশিন ব্যবহার হচ্ছিল। বৃহস্পতিবার রাতে চোরেরা ঐ ড্রেজার মেশিনের ব্যাটারি ও তেল চুরি করে নিয়ে গেছে।
উল্লেখ্য , আলতাপোল গ্ৰামের (মানিকপোল সংলগ্ন) এলাকায় প্রতিনিয়ত, স্কুলের ফ্যান মটর, টিউবওয়েল, গোয়াল ঘরের গরু, মসজিদের দান বক্সের টাকা, ব্যাটারি চালিত ভ্যান, সাইকেল সহ বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছে।