অভয়নগরে মতিয়ার হত্যায় হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

নওয়াপাড়া অফিস
যশোরের অভয়নগরে ঘাট শ্রমিক মতিয়ার রহমান হত্যার ঘটনায় থানা. পৌর যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার নামে দায়েরকৃত হয়রানি মুলক মামলা প্রত্যাহারের দাবিতে নওয়াপাড়া বাজারে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় নওয়াপাড়া রেলষ্টেশনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন থানা বিএনপি’র সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, শ্রমিক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদল আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব আল-মামুন সোহাগ, থানা ছাত্রদল সদস্য সচিব তরিকুল ইসলাম, পৌর ছাত্রদল সদস্য সচিব ফয়সাল আহম্মেদ, থানা যুবদল শহিদুল, ওয়াসিম রানা, ইমরান, জহিদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা অবিলম্মে আটককৃতদের মুক্তি সহ মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানান। উক্ত বিক্ষোভ মিছিলে অভয়নগর থানা ও পৌর যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ আটটি ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতুর পূর্বতীরে সন্ত্রাসী হামলায় মতিয়ার রহমান বিশ্বাস নিহত হয়। এছাড়া তার দুই বন্ধু ও মো. হালিম ও মনিরুল ইসলাম লিটনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত লিটন খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আহত হালিম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।